ইরানের ক্ষেপণাস্ত্র বা পরমাণু কর্মসূচি নিয়ে ম্যাকরনের উদ্বেগ অযৌক্তিক: তেহরান
https://parstoday.ir/bn/news/event-i144602-ইরানের_ক্ষেপণাস্ত্র_বা_পরমাণু_কর্মসূচি_নিয়ে_ম্যাকরনের_উদ্বেগ_অযৌক্তিক_তেহরান
ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কিংবা ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে উদ্বেগ প্রকাশ করেছেন তার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৪ ০৯:৫৮ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কিংবা ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে উদ্বেগ প্রকাশ করেছেন তার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শুক্রবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ম্যাকরন সম্প্রতি একটি আঞ্চলিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ব্যাপারে যে উদ্বেগ প্রকাশ করেন সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বাকায়ি বলেন, ফরাসি প্রেসিডেন্ট অযৌক্তিক কথা বলেছেন।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা নীতির গঠনকাঠামোর আওতায় এদেশের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও বিধ্বংসী ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে এগুলো নির্ধারণ করার ক্ষেত্রে যেকোনো আগ্রাসন থেকে ইরানকে রক্ষা করা এবং এদেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাকে বিবেচনায় নেয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ফ্রান্সের মতো যে দেশটির কাছে হাজার হাজার পারমাণবিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গণবিধ্বংসী অস্ত্রসস্ত্র রয়েছে সে দেশের প্রেসিডেন্টের মুখে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে উদ্বেগ আদৌ শোভা পায় না।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।