ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ: দিল্লি জামে মসজিদের ইমাম
-
সৈয়দ আহমেদ বুখারি
ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। গতকাল (শুক্রবার) জুমার নামাযের খুতবার তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আহমেদ বুখারি বলেন, "আমরা ১৯৪৭-এর থেকেও খারাপ সময় পার করছি। জানি না ভবিষ্যৎ কোন দিকে গড়াবে। প্রধানন্ত্রীর উচিত তিনজন হিন্দু ও তিনজন মুসলিম নেতৃত্বস্থানীয়কে মুখোমুখী বসিয়ে কথা বলা।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে আহমেদ বুখারি বলেন, "আপনার পদের মর্যাদা রক্ষা করা দরকার। বর্তমান পরিস্থিতিতে আপনার উচিত হবে মুসলিমদের হৃদয় জয় করা। যে দুষ্কৃতীরা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।"
এ সময় তিনি মুসলিম যুব সম্প্রদায়কে আরও বেশি করে ধৈর্য্য ধরার এবং শান্ত থাকারও আর্জি জানান।
দিল্লি জামে মসজিদের ইমাম মনে করেন, দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মসজিদে মসজিদে সমীক্ষা চলছে, তাতে শুধুই অস্থিরতা তৈরি হবে।
উত্তর প্রদেশের সম্ভলে জামে মসজিদে জরিপকে কেন্দ্র করে সাম্প্রতিক হিংসায় মোট চারজন নিহত হয়েছেন। হিন্দুদের দাবি মেনে আদালতের নির্দেশে শতাব্দী প্রাচীন মসজিদে জরিপ শুরু হয়। সম্ভলের পর রাজস্থানের আজমির শরিফের দরগাকেও 'হিন্দু মন্দির' দাবি করে হওয়া মামলায় আদালত জরিপের নির্দেশ দিয়েছে। আগেই বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শাহি ঈদগা মসজিদ নিয়ে একই দাবি মেনে জরিপের নির্দেশ দেয় আদালত।#
পার্সটুডে/এমএআর/৭