সরকারি সেনাদের ওপর হামলা চালাতে ইসরাইলের সমর্থন চায় গেরিলারা
https://parstoday.ir/bn/news/event-i144628-সরকারি_সেনাদের_ওপর_হামলা_চালাতে_ইসরাইলের_সমর্থন_চায়_গেরিলারা
কথিত ফ্রি সিরিয়ান আর্মি গেরিলা গোষ্ঠীর একজন কমান্ডার ইহুদিবাদী ইসরাইলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক এবং সামরিক সমর্থন দেয়ার জন্য দখলদার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • হামার কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে একটি জেটে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা
    হামার কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে একটি জেটে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা

কথিত ফ্রি সিরিয়ান আর্মি গেরিলা গোষ্ঠীর একজন কমান্ডার ইহুদিবাদী ইসরাইলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক এবং সামরিক সমর্থন দেয়ার জন্য দখলদার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রি সিরিয়ান আর্মির এই কমান্ডারের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইসরাইল এক নিবন্ধে বলেছে, সিরিয়ার সরকার-বিরোধী এই সশস্ত্র গোষ্ঠী ইসরাইলের কাছ থেকে সুস্পষ্ট রাজনৈতিক সমর্থন পাওয়ার ওপর জোর দিয়েছে। তিনি টাইমস অব ইসরাইলকে বলেছেন, “যুদ্ধক্ষেত্রে আমাদের পর্যাপ্ত যোদ্ধা রয়েছে। এখন ইসরাইলের কাছ থেকে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে আসাদ সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান।”

ওই কমান্ডার ইসরাইলের কাছ থেকে বিমান সহায়তাও চেয়েছেন। তিনি বলেছেন, যেখানে সিরিয়ার সেনা দেখা যাবে সেখানেই তাদের ওপর ইসরাইলের বিমান হামলা চালানো উচিত। ওই কমান্ডার আরো বলেন, “আমরা তাদেরকে রাস্তায় আটকে দিচ্ছি এবং তাদের ওপর আকস্মিক হামলা চালাচ্ছি কিন্তু আকাশ থেকে তাদের বিরুদ্ধে ইসরাইলেরও ব্যবস্থা নেয়া দরকার।”

সম্ভাব্য বন্ধুত্ব প্রতিষ্ঠার ব্যাপারে এই কমান্ডার বলেন, “আমরা আঞ্চলিক যে কারো সাথে জোট গঠনের ব্যাপারে উন্মুক্ত।” তিনি লেবাননে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার কথা উল্লেখ করে বলেন, এইসব হামলা সিরিয়ায় তাদের অগ্রযাত্রায় সাহায্য করেছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৭