ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i144640-ফিলিস্তিনি_প্রতিরোধ_ফ্রন্টের_প্রতি_ইরানের_সমর্থন_অটুট_থাকবে_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইসমাইল দারউইশের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় এবং এতে হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৯:৫০ Asia/Dhaka
  • মোহাম্মাদ ইসমাইল দারউইশের সঙ্গে সাইয়্যেদ আব্বাস আরাকচির বৈঠক
    মোহাম্মাদ ইসমাইল দারউইশের সঙ্গে সাইয়্যেদ আব্বাস আরাকচির বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইসমাইল দারউইশের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় এবং এতে হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠকের অবকাশে হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আরাকচি। বৈঠকে তিনি হামাস নেতাদের জানান, ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিন ও লেবাননের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন শক্তিমত্তার সঙ্গে অটুট থাকবে।

বৈঠকে সিরিয়া পরিস্থিতি তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার সহযোগীরা গাজার ওপর ভয়াবহ গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সিরিয়ার বর্তমান পরিস্থিতি তৈরি করেছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়া সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হলে প্রতিবেশী কোনো দেশ তার ভয়ঙ্কর ক্ষতি থেকে বাঁচতে পারবে না।

ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হামাস বদ্ধপরিকর: দারউইশ

বৈঠকে হামাস নেতা দারউইশ বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস’সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর।

তিনি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান।

সুনির্দিষ্ট জটিলতা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আশা রয়েছে: আরাকচি

হামাস নেতাদের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা ব্যক্ত করেন যে, সুনির্দিষ্ট কিছু জটিলতা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। 

তিনি বলেন, “গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু জটিলতা রয়েছে। তারপরও আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে; যদিও কিছু প্রতিবন্ধকতাও দেখা যাচ্ছে।” হামাস নেতাদের সঙ্গে নিজের বৈঠককে ‘ফলপ্রসূ’ বর্ণনা করে আরাকচি বলেন, গাজা যুদ্ধের বিষয়ে দু’পক্ষের মধ্যে চমৎকার সমন্বয় বিরাজ করছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।