হায়াত তাহরির আশ-শামের সাথে তেল আবিবের সরাসরি যোগাযোগ আছে
https://parstoday.ir/bn/news/event-i144664-হায়াত_তাহরির_আশ_শামের_সাথে_তেল_আবিবের_সরাসরি_যোগাযোগ_আছে
ইহুদিবাদী ইসরাইলের একটি গণমাধ্যম জানিয়েছে, হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-সহ সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে তেল আবিব সরকারের সরাসরি যোগাযোগ আছে। এসব গোষ্ঠী আজ (রোববার) ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৪ ১৯:১৪ Asia/Dhaka
  • হায়াত তাহরির আশ-শামের সাথে তেল আবিবের সরাসরি যোগাযোগ আছে

ইহুদিবাদী ইসরাইলের একটি গণমাধ্যম জানিয়েছে, হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-সহ সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে তেল আবিব সরকারের সরাসরি যোগাযোগ আছে। এসব গোষ্ঠী আজ (রোববার) ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে।

ইসরাইলের সংবাদ মাধ্যম ওয়ালা বলেছে, ইসরাইল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিরিয়ার এইচটিএস-সহ একাধিক গ্রুপের সাথে জড়িত।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল এই পর্যায়ে সশস্ত্র দলগুলো যাতে সিরিয়া এবং দখলকৃত অঞ্চলগুলোর সীমান্তের কাছে আসে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তে প্যারাট্রুপার এবং কমান্ডোসহ ব্রিগেড-নাইনটি এইট মোতায়েন করেছে।

এর আগের এক রিপোর্টে বলা হয়েছিল, ইসরাইলি সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো অধিকৃত গোলান মালভূমির সীমান্ত বেড়া অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে কুনেইত্রা শহরে প্রবেশ করেছে।#

পার্সটুডে/এসআইবি/৮