সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দায় ইরান; অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/event-i144716-সিরিয়ায়_ইসরাইলি_আগ্রাসনের_তীব্র_নিন্দায়_ইরান_অবিলম্বে_ব্যবস্থা_নেয়ার_আহ্বান
সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক হামলা এবং গোলান মালভূমি দিয়ে সিরিয়ার ভূমিতে দখলদার সেনাদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার তেহরানে এক বক্তব্যে এ নিন্দা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১০, ২০২৪ ০৯:৪৫ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দায় ইরান; অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান

সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক হামলা এবং গোলান মালভূমি দিয়ে সিরিয়ার ভূমিতে দখলদার সেনাদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার তেহরানে এক বক্তব্যে এ নিন্দা জানান।

তিনি বলেন, সিরিয়ার জনগণ যখন সেদেশের সরকার উৎখাতের ঘটনায় বিশৃঙ্খল অবস্থায় রয়েছে তখন সে সুযোগকে কাজে লাগিয়ে দেশটির ওপর ব্যাপক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইল যা জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন।

বাকায়ি বলেন,  গোলান মালভূমিতে দখলীকৃত ভূমি ও সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য তেল আবিব ও দামেস্কের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে যে বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছিল ইসরাইলি সেনারা গত দু’দিনে সেখানেও অনুপ্রবেশ করেছে।

ইরানের এই মুখপাত্র বলেন, বাফার জোনে ইসরাইলি সেনাদের অনুপ্রবেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবেরও সুস্পষ্ট লঙ্ঘন। ইহুদিবাদী ইসরাইল সকল আন্তজাতিক আইন ও রীতিনীতি পদদলিত করে নিজের অবৈধ ভূখণ্ডের সীমারেখা বাড়িয়ে নেয়ার কাজ করছে বলেও বাকায়ি মন্তব্য করেন।

তিনি সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের এই আগ্রাসন বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। বাকায়ি বলেন, কালবিলম্ব না করে বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে বসা উচিত।

সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের চলমান মারাত্মক আগ্রাসনের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর নীরবতার তীব্র নিন্দা জানান ইসমাইল বাকায়ি। তিনি বলেন, পাশ্চাত্যের নীরবতাকে নিজের আগ্রাসী তৎপরতার প্রতি পশ্চিমা দেশগুলোর সবুজ সংকেত হিসেবে নিয়েছে তেল আবিব। #

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।