সিরিয়ায় প্রচণ্ড হামলার মধ্যে দামেস্কের উপকণ্ঠে পৌঁছে ইসরাইলি ট্যাংক
https://parstoday.ir/bn/news/event-i144732-সিরিয়ায়_প্রচণ্ড_হামলার_মধ্যে_দামেস্কের_উপকণ্ঠে_পৌঁছে_ইসরাইলি_ট্যাংক
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী দামেস্কের দক্ষিণে বেশ কয়েকটি গ্রাম দখল করার পর তাদের ট্যাঙ্কগুলো এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এক নতুন প্রতিবেদনে একথা জানিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১০, ২০২৪ ১৮:০৪ Asia/Dhaka
  • ইসরাইলি ট্যাংক
    ইসরাইলি ট্যাংক

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী দামেস্কের দক্ষিণে বেশ কয়েকটি গ্রাম দখল করার পর তাদের ট্যাঙ্কগুলো এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক এক নতুন প্রতিবেদনে একথা জানিয়েছে।

১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি সামরিক বাহিনী অধিকৃত গোলান মালভূমির কাছের বাফার জোনও দখল করেছে। এছাড়া, ইসরাইল কৌশলগত মাউন্ট হারমনের নিয়ন্ত্রণ নিয়ে উচ্চ ভূমি সুরক্ষিত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, জর্ডান এবং সৌদি আরবসহ আঞ্চলিক শক্তিগুলো ইসরাইলি আগ্রাসনের নিন্দা করেছে। সিরিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল এই আগ্রাসন চালাচ্ছে বলে এসব দেশ মনে করছে।

এদিকে, সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা আরো তীব্র হয়েছে। গত দুই দিনে প্রায় ৩০০টি আগ্রাসনের খবর পাওয়া গেছে।

সিরিয়াকে সামরিকভাবে দুর্বল করা, দেশটিকে দুর্বল ও প্রতিরক্ষাহীন করে রাখার লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হচ্ছে। তবে, আশ্চর্যের বিষয় সিরিয়ায় ইসরাইলি দখলদারিত্বের বিষয়ে হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস এবং তুরস্ক  এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সশস্ত্র বিদ্রোহীদের অগ্রাভিযানের মুখে দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান এবং তুর্কি সমর্থিত হায়াতে তাহারির আশ-শাম গোষ্ঠীর হাতে রাজধানী দামেস্কের পতন হয়। এ অবস্থায় ইসরাইল সিরিয়ার ওপর আগ্রাসন জোরদার করে। গোলান মালভূমি দখল করার পর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমি চিরদিনের জন্য ইসরাইলের অংশ হয়ে থাকবে।#

পাসর্টুডে/এসআইবি/এমএআর/১০