চাপ প্রয়োগের নীতি বাদ দিন, জেসিপিওএ উদ্ধারে কাজ করুন
https://parstoday.ir/bn/news/event-i144756-চাপ_প্রয়োগের_নীতি_বাদ_দিন_জেসিপিওএ_উদ্ধারে_কাজ_করুন
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান জোরালোভাবে সহযোগিতা করছে না বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ তুলেছে তা দৃঢ়ভাবে নাকচ করেছে তেহরান। ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির অভিযোগকে ‘বিবেকহীন এবং কপট’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৪ ১৫:৪১ Asia/Dhaka
  • চাপ প্রয়োগের নীতি বাদ দিন, জেসিপিওএ উদ্ধারে কাজ করুন

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান জোরালোভাবে সহযোগিতা করছে না বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ তুলেছে তা দৃঢ়ভাবে নাকচ করেছে তেহরান। ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির অভিযোগকে ‘বিবেকহীন এবং কপট’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

গতকাল (মঙ্গলবার) ই-থ্রি’র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আপনারা ইরানের ওপর চাপ প্রয়োগের পদক্ষেপ বন্ধ করুন এবং এই সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা চালান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরাভানি একথা বলেন।

এই চিঠি মূলত ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের একটি যৌথ বিবৃতির প্রতিক্রিয়া যেখানে তারা ইরানকে ২০১৫ সালের পরমাণু চুক্তি এবং নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছে। ইরান পরমাণু কর্মসূচি জোরদার করেছে- এমন অভিযোগ তুলে তা বন্ধ করারও আহ্বান জানিয়েছে।

ইরাভানি তার চিঠিতে জোর দিয়ে বলেন, ই-থ্রি যে বিবৃতি দিয়েছে তাতে ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার প্রত্যাহারের প্রেক্ষাপট এবং নিজেদের প্রতিশ্রুতি পূরণে ই-থ্রির ব্যর্থতাকে উপেক্ষা করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।