ইয়েমেনি আলেমরা পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়েছেন
https://parstoday.ir/bn/news/event-i155310-ইয়েমেনি_আলেমরা_পবিত্র_কুরআন_অবমাননার_নিন্দা_জানিয়েছেন
পার্স-টুডে: মার্কিন কংগ্রেসের একজন প্রার্থী সম্প্রতি পবিত্র কুরআনের অবমাননা করায় ইয়েমেনি আলেম-সমাজ এর তীব্র নিন্দা জানিয়েছেন।
(last modified 2025-12-21T11:17:36+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৫ ১২:৪৬ Asia/Dhaka
  • ইয়েমেনি স্কলারস কনফারেন্স বা আলেমদের  সাম্প্রতিক সম্মেলনের একটি দৃশ্য
    ইয়েমেনি স্কলারস কনফারেন্স বা আলেমদের সাম্প্রতিক সম্মেলনের একটি দৃশ্য

পার্স-টুডে: মার্কিন কংগ্রেসের একজন প্রার্থী সম্প্রতি পবিত্র কুরআনের অবমাননা করায় ইয়েমেনি আলেম-সমাজ এর তীব্র নিন্দা জানিয়েছেন।

ইয়েমেনি আলেম বা স্কলারস অ্যাসোসিয়েশনের মহাসচিব আল-হাদরি মার্কিন যুক্তরাষ্ট্রে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে ইয়েমেনি স্কলারস কনফারেন্সের ফাঁকে ইরানের আরবি-ভাষী আল-আলম টেলিভিশনের প্রতিবেদককে বলেছেন: "এই সম্মেলন কোনও অস্থায়ী বা সাধারণ সমাবেশ নয়, বরং এটি জেরুজালেমের ইসলামী পবিত্র স্থান-আল-আকসা মসজিদ, আল্লাহর কিতাব এবং মহানবী (সা.)-কে সাহায্য করার জন্য জনগণ, ইয়েমেনি নেতৃত্ব, প্রতিরোধের অক্ষ এবং জাতির মুক্ত জনগণের অবস্থানের পরিপূরক।"

মিসরের আল-আজহারের একজন আলেম শেখ সাঈদ সালামেহও এ সম্মেলনে বলেছেন: "সুন্নি ও শিয়া, শাফিঈ, মালিকি, হানাফী ও হাম্বলি, সকলেই সর্বশক্তিমান আল্লাহর কিতাবের উপর একমত। আমরা ফেরকাবাজি বা সাম্প্রদায়িকতা পছন্দ করি না এবং আমরা চাই না যে মানুষ ধর্মান্ধ হোক। যদি মানুষ সর্বশক্তিমান আল্লাহর কালামের এই অপমান মেনে নেয়, তাহলে আর কী অবশিষ্ট থাকবে? আমরা কী আঁকড়ে ধরতে পারি?"

সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে, আলেমরা জিহাদের প্রস্তুতি বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে উল্লেখ করেছেন যে আজকে এ যুদ্ধ সচেতনতা, ধর্ম এবং বিশ্বাসের যুদ্ধ, এবং তারা মনে করিয়ে দিয়েছেন যে আলেমরা হলেন জাতির সম্মান এবং এর পবিত্র মূল্যবোধ রক্ষার ভিত্তি।

আল-আলম প্রতিবেদকের মতে, সম্মেলনে অংশগ্রহণকারীরা স্মরণ করিয়ে দিয়েছেন যে পবিত্র কুরআন অবমাননার প্রতিক্রিয়া কখনও কেবল নিন্দার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, একইসঙ্গে ভবিষ্যত প্রজন্মকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবিলার একমাত্র উপায় হিসেবে জিহাদের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে একটি ব্যাপক সংহতি গড়ে তোলাও জরুরি। 

সম্প্রতি, আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনের একজন প্রার্থী দেশের উগ্র-ডানপন্থী গোষ্ঠীগুলোর দৃষ্টি আকর্ষণ করার জন্য পবিত্র কুরআনের অবমাননা করেছেন এবং পুড়িয়েছেন। মুসলিমদের পবিত্র গ্রন্থটি পুড়িয়ে দেওয়ার সময়, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি মার্কিন কংগ্রেস নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি টেক্সাসে ইসলামের উপস্থিতি শেষ করে দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার পটভূমির অধিকারী এই ইসলামোফোবিক ব্যক্তি দাবি করেছেন যে, মুসলিমরা খ্রিস্টান দেশগুলো দখল করতে চাইছে। #

পার্স টুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।