বাঁধা দিতে পারেনি ইসরাইলি সিস্টেম
তেল আবিব ও আশকেলন শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইয়েমেনি ড্রোন
-
ইয়াহিয়া সারি
ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে, তারা ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে জাফা এবং মধ্যাঞ্চলীয় আশকেলন শহরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে।
গতকাল (শুক্রবার) শেষ বেলায় এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এই হামলার কথা জানান। তিনি বলেন, ইয়েমেনের ড্রোনগুলোকে ইসরাইল ইন্টারসেপ্টশন সিস্টেমের মাধ্যমে বাধা দিতে পারেনি।
জেনারেল সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আশকেলন এবং জাফা শহরের লক্ষ্যবস্তুতে সফলতার সাথে ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া, ইয়েমেনের সেনারা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যৌথভাবে ইসরাইলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালিয়েছে। এই হামলায়ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।
বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে এই ধরনের হামলা অব্যাহত থাকবে এবং গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং গাজার ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।