সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ, ইসরাইলকে আরব দেশগুলোর নিন্দা
https://parstoday.ir/bn/news/event-i144920-সিরিয়ার_আঞ্চলিক_অখণ্ডতার_ওপর_চাপ_ইসরাইলকে_আরব_দেশগুলোর_নিন্দা
সিরিয়াল গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ। এসব দেশ গোলানের পাহাড়ি এলাকার ওপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৪ ১৫:৩৮ Asia/Dhaka
  • সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ, ইসরাইলকে আরব দেশগুলোর নিন্দা

সিরিয়াল গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ। এসব দেশ গোলানের পাহাড়ি এলাকার ওপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল (রোববার) পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করা হবে এবং এজন্য তিনি ১১০ কোটি ডলারের প্রকল্প গ্রহণের কথা জানিয়েছেন। নেতানিয়াহুর এই ঘোষণার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর এই পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ব্যাপারে ইসরাইলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরেছে।  

একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে, নেতানিয়াহুর পরিকল্পনা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার ওপর আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নতুন উপাখ্যান।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি বসতি বৃদ্ধির পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনাগুলোর মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলের এই পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাবে। মন্ত্রণালয় আরো বলেছে, গোলান মালভূমির মর্যাদাকে বদলে দেয়ার যেকোনো পদক্ষেপকে সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬