গাজায় জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠান: হামাসের আহ্বান
(last modified Tue, 17 Dec 2024 03:27:28 GMT )
ডিসেম্বর ১৭, ২০২৪ ০৯:২৭ Asia/Dhaka
  • গাজায় জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠান: হামাসের আহ্বান

ইসরাইলি গণহত্যার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের এক বিবৃতির বরাত দিয়ে লেবাননের আন-নাশরা বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। গাজার বিভিন্ন অবস্থানে ইহুদিবাদী ইসরাইলের বিরামহীন পাশবিক হামলার পরিপ্রেক্ষিতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

বিবৃতিতে গাজাবাসীর সমর্থনে একটি কমিটি গঠন করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এতে আরো বলা হয়েছে, “গাজায় ইসরাইল যা করছে তা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও জাতি নিধন অভিযান ছাড়া আর কিছু নয়। অন্যদিকে আন্তর্জাতিক সমাজ এই অপরাধযজ্ঞের ব্যাপারে যে নীরবতা অবলম্বন করছে তা আন্তর্জাতিক ব্যবস্থার নজিরবিহীন ব্যর্থতা প্রমাণ করেছে।”

এর আগে চলতি মাসের গোড়ার দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আদ-দাকরান বলেছিলেন, গাজায় চিকিৎসা সামগ্রীর অভাবের পাশাপাশি গুরুতর রোগীদেরকে এই উপত্যকা থেকে বেরও হতে দিচ্ছে না দখলদার ইসরাইল। তিনি বলেন, গাজায় ক্যান্সার আক্রান্ত ১০ হাজার রোগী রয়েছেন যাদের মধ্যে প্রায় আড়াই হাজার শিশু। তাদের প্রত্যেকের জীবন হুমকির মুখে। এ অবস্থায় এসব রোগীকে গাজার বাইরে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে আন্তর্জাতিক সমাজের জরুরি সাহায্য প্রয়োজন।

গত ছয় মাসে গাজা থেকে কোনো অসুস্থ বা আহত রোগীকে বাইরে নেয়া সম্ভব হয়নি জানিয়ে এই মুখপাত্র বলেন, হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে গাজার বাইরে যাওয়ার ওয়েটিং লিস্টে রয়েছেন।#

 পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।