ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসা সরঞ্জাম তৈরিতে ইরানি গবেষকদের সাফল্য
-
ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসা সরঞ্জাম তৈরিতে ইরানি গবেষকদের সাফল্য
পার্সটুডে-ইরানি গবেষকরা ক্যান্সার-বিরোধী নতুন প্রজন্মের উন্নত সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছেন।
ইরানের একাডেমিক সেন্টার ফর এডুকেশন, কালচার অ্যান্ড রিসার্চের গবেষকগণ ব্যাপক গবেষণা প্রকল্পের মাধ্যমে দেশের অভ্যন্তরেই এইসব উন্নত সরঞ্জাম তৈরিতে সফল হয়েছেন।
ইরানি ওই গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা জিন থেরাপি এবং ভাইরাস থেরাপির ক্ষেত্রে নতুন প্রযুক্তি অর্জনের মাধ্যমে বিভিন্ন ধরণের চিকিৎসা-প্রতিরোধী ক্যান্সারের চিকিৎসার জন্য বেশ কয়েকটি দেশীয় প্ল্যাটফর্ম ডিজাইন এবং নির্মাণে সফল হয়েছেন। পার্সটুডে আরও জানায়, এই অর্জনগুলোর মধ্যে রয়েছে রিকম্বিন্যান্ট ভাইরাস, ডায়াগনস্টিক চিপ এবং স্মার্ট ইমেজিং ন্যানো পার্টিকেল।
ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য সার্কুলেটিং টিউমার সেল কাউন্টিং কিট (CTC কিট), সেইসাথে টিউমার-অন-এ-চিপ প্রযুক্তি, যা সিমুলেটেড মানব টিস্যু অবস্থায় ক্যান্সার-বিরোধী ওষুধের কার্যকারিতা মূল্যায়নের জন্য তৈরি করা হয়েছে, তাও এই সাফল্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন