রূপালী ব্যাংকে ডাকাতের হানা
কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি করতে আসা ৩ জনের আত্মসমর্পণ
বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় র্যাবের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মো. মোস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকে ডাকাতি করতে আসা তিনজন আত্মসমর্পণ করেছেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, একদল ডাকাত ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। তাদের মধ্যে অস্ত্রসহ তিনজন আত্মসমর্পণ করেছে। তাদের বয়স আনুমানিক ২০-৩০ বছর। র্যাব আরও জানায়, ডাকাত দলের তিনজন ভেতরে প্রবেশ করে। আর বাকিরা বাইরে অবস্থান করছিল।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়।তারা ব্যাংকের ভেতরে ওই শাখার ব্যবস্থাপক শেখর মণ্ডলসহ আট কর্মকর্তা–কর্মচারী জিম্মি করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।#
পার্সটুডে/জিএআর/১৯