হট্টগোলের মধ্য দিয়ে পার্লামেন্ট অধিবেশন শেষ
রাহুল গান্ধীকে সাময়িক বরখাস্তের দাবি বিজেপি সাংসদের
-
বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী
ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শেষ হলো হট্টোগোলের মধ্য দিয়ে। তবে তার আগে কেন্দ্রীয় সরকার ‘এক দেশ এক ভোট’ বিলটি আরও বিবেচনার জন্য ৩৯ সদস্যবিশিষ্ট যুগ্ম সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে।
এদিকে পার্লামেন্টে গতকাল হট্টগোলের সময় সরকারপক্ষের দুই সংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে। তাছাড়া কংগ্রেস নেতার বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিস দিয়েছে বিজেপি। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে, রাহুল গান্ধীর বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ জারি করে তাকে সাময়িকভাবে বরখাস্তের দাবি জানিয়েছেন।
সম্প্রতি ভারতের সংবিধান প্রণেতা ও দলিত নেতা বাবাসাহেব আম্বেদকারকে নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্যের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও বিরোধী দলের পক্ষ থেকে অধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয়। সেটারই পালটা জবাব দিল কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুয়ো ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী বলে অভিযোগ করেছেন নিশিকান্ত দুবে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধেও একই রকম অধিকার ভঙ্গের নোটিস দেওয়া হবে। গতকাল কংগ্রেস সভাপতি সংসদে আম্বেদকারের অবমাননা ইস্যুতে তীব্র প্রতিবাদ জানান।
গত মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্কের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, আম্বেদকরের নাম নেওয়া এখন ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে। আম্বেদকরের নাম জপ করা ছাড়া যেন আর কিছু নেই। সব সময় আম্বেদকর আম্বেদকর চলছে। এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত তার স্বর্গবাস ঘটত।
অমিত শাহের ওই মন্তব্যে সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ করে বিরোধীরা। তৃণমূল সংসদ সদস্যরা ওয়াকআউট করে।
পার্সটুডে/জিএআর/২০