ইরানে নোঙর করেছে পাকিস্তানি নৌবহর; অংশ নেবে যৌথ মহড়ায়
-
পাকিস্তানি প্রতিনিধিদলকে স্বাগত জানানো হচ্ছে
পাকিস্তানের শান্তি ও বন্ধুত্বের নৌবহর ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে। এই নৌবহরে একটি ডেস্ট্রয়ার, একটি সহায়তাকারী জাহাজ এবং একটি যুদ্ধজাহাজ রয়েছে।
দুই দেশের মধ্যে প্রশিক্ষণ ও লড়াই সংক্রান্ত সম্পর্ক সুসংহত করার অংশ হিসেবে এই বহর ইরানে নোঙর করেছে এবং এই নৌবহরটি সেখানে অবস্থানকালে কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হবে।
দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা সহযোগিতা বিষয়ে বৈঠক করবেন। পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, যৌথ ভোজসভা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনে অংশ নেবেন দুই দেশের নৌ কর্মকর্তারা।
ইরানের নৌ কর্মকর্তারা বলেছেন, বন্দর আব্বাসে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর উপস্থিতি দুই দেশের নৌবাহিনীর মধ্যে গভীর সম্পর্কের গ্যারান্টি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইরান ও পাকিস্তান দু'টি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। এই দুই মুসলিম দেশ সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।