কারো সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া
(last modified Mon, 23 Dec 2024 07:57:47 GMT )
ডিসেম্বর ২৩, ২০২৪ ১৩:৫৭ Asia/Dhaka
  • কারো সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ আর কখনও কোনো দেশ বা জোটের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্যে নিজের জাতীয় স্বার্থ বিকিয়ে দেবে না।

রাশা-১ টিভি চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন পুতিন। তিনি রাশিয়ার স্বার্থ ত্যাগ করার জন্য দেশটির সাবেক নেতাদের সরাসরি দায়ী করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের নেতৃত্বাধীন কথিত ‘সভ্য বিশ্বে’ যোগ দেয়ার লক্ষ্যে রাশিয়ার সাবেক নেতারা সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন।

কিন্তু পাশ্চাত্য কখনও রাশিয়াকে সমান অংশীদার হিসেবে মেনে নিতে চায়নি বলে সেসব রুশ নেতা দেশের স্বার্থ ত্যাগ করেও কোনো কিছু অর্জন করতে পারেননি।

রাশিয়ার প্রেসিডেন্ট দৃশ্যত ১৯৯০-এর দশকের গোড়ার দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী সময়ের কথা বলেছেন যখন তৎকালীন রুশ নেতারা সোভিয়েত নিয়ন্ত্রিত অর্থনীতিকে পুঁজিবাদে রূপ দিতে গিয়ে রাশিয়ার অর্থনীতিকে ভয়ঙ্কর সংকটে ফেলে দিয়েছিলেন।

পরবর্তীতে রুশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রাশিয়ার জাতীয় মুদ্রা রুবলের ভয়াবহ অবমূল্যায়ন করতে বাধ্য হয় এবং ১৯৯৮ সালে এটিকে দেউলিয়া ঘোষণা করে। এমন সময় ওই ঘটনা ঘটে যখন মস্কো নিজেকে পাশ্চাত্যের অংশে পরিণত করার চেষ্টা করছিল।

এ সম্পর্কে পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র কখনও রাশিয়াকে সম-অংশীদার হিসেবে মেনে নিতে চায়নি। উল্টো তারা সব সময় রাশিয়ার সম্পূর্ণ ধ্বংস চেয়েছে। তিনি বলেন, যখন রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় তখন পাশ্চাত্য রাশিয়াকে তাদের কথিত ‘সভ্য বিশ্বের’ অংশে পরিণত করার পরিবর্তে মস্কোর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৩