হুথি নেতার হুঁশিয়ারি
আমেরিকার চতুর্থ যুদ্ধজাহাজও আমাদের সহজ লক্ষ্যবস্তু: ইয়েমেন
-
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ও প্রভাবশালী নেতা মোহাম্মাদ আলী আল-হুথি
ইয়েমেনে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, ইয়েমেনের পানিসীমার নিকটবর্তী যেকোনো মার্কিন যুদ্ধজাহাজকে সহজেই ধ্বংস করে দিতে পারে দেশটির সামরিক বাহিনী।
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ও প্রভাবশালী নেতা মোহাম্মাদ আলী আল-হুথি গতকাল (মঙ্গলবার) রাজধানী সানায় এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। লোহিত সাগরে চতুর্থ মার্কিন বিমানবাহী রণতরী প্রেরণ এবং ইয়েমেনে হামলা চালানোর জন্য ব্যাপক মাত্রায় মার্কিন প্রস্তুতি সংক্রান্ত খবরের জবাব দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
আলী আল-হুথি বলেন, যে তিনটি রণতরী এর আগে ইয়েমেনের পানিসীমা থেকে পালিয়ে গেছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সেসব রণতরী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং নৌ অভিযানের জের ধরে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েমেন ইসরাইল বিরোধী হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেন বিমান হামলা চালায় এবং আমেরিকা ইয়েমেনের পানিসীমায় তিনবারে তিনটি রণতরী পাঠায়।

এ পর্যন্ত যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার মুখে পালিয়ে গেছে সেগুলো হচ্ছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আইজেনহাওয়ার ও ইউএসএস থিওডর রুজভেল্ট। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ঘোষণা করে, তারা আগের রণতরীগুলোর স্থলাভিষিক্ত করার জন্য ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে।
মোহাম্মাদ আলী আল-হুথি এ সম্পর্কে বলেন, এই যুদ্ধজাহাজটিও যদি লোহিত সাগর ত্যাগ না করে তবে এটিও আমাদের সশস্ত্র বাহিনীর সহজ টার্গেটে পরিণত হবে। ইয়েমেনের জনগণ তোমাদের সামরিক সক্ষমতাকে ভয় পায় না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইয়েমেনের সেনাবাহিনী প্রমাণ করেছে যে, তারা তাদের সমুদ্রসীমার বহু বাইরের টার্গেটেও হামলা চালাতে সক্ষম।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।