'সিরিয়ার কুর্দি গেরিলারা অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে কবর দেয়া হবে’
(last modified Thu, 26 Dec 2024 07:57:18 GMT )
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৩:৫৭ Asia/Dhaka
  • 'সিরিয়ার কুর্দি গেরিলারা অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে কবর দেয়া হবে’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ একটি মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠী, যদি তারা অস্ত্র জমা না দেয় তবে তাদের "কবর দেয়া হবে"।

গতকাল (বুধবার) পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এরদোগান একথা বলেন। তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর সিরিয়ায় অবস্থিত কুর্দি জঙ্গিদের আরব দেশটির ভবিষ্যতে কোনো স্থান নেই। 

তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, "বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্র সমর্পণ করবে, না হয় তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেয়া হবে।"

এসডিএফ হলো প্রধানত কুর্দি গেরিলাদের আসাদ-বিরোধী জোট যার মেরুদণ্ড হলো পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি। আঙ্কারা ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সিরিয়া শাখা হিসেবে দেখে থাকে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের অভ্যন্তরে একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য লড়াই করছে।

এরদোগান তার বক্তৃতায় আরো বলেন, "আমরা সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যেটি আমাদের এবং আমাদের কুর্দি ভাইবোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে।" বক্তব্যের অন্যত্র এরদোগান বলেন, তুরস্ক শিগগিরি আলেপ্পোতে একটি কনস্যুলেট স্থাপন করবে এবং আগামী গ্রীষ্মে লক্ষ লক্ষ সিরীয় অভিবাসী দেশে ফিরতে শুরু করবে। এজন্য আঙ্কারা সীমান্ত কার্যকলাপ বাড়ানোর আশা করছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন