আন্তর্জাতিক তুর্কি ভিক্টোরি কাপ চাম্পিয়নশিপে ইরানি কুস্তিগীররা ২২ টি পদক জিতেছে
(last modified Mon, 05 May 2025 12:29:42 GMT )
মে ০৫, ২০২৫ ১৮:২৯ Asia/Dhaka
  • তুর্কি ভিক্টোরি কাপ কুস্তি চাম্পিয়নশিপে ইরান ২২ টি পদক জিতেছে
    তুর্কি ভিক্টোরি কাপ কুস্তি চাম্পিয়নশিপে ইরান ২২ টি পদক জিতেছে

পার্সটুডে- ইরানের জুনিয়র ফ্রিস্টাইল এবং গ্রিকো-রোমান কুস্তি দল ২৭তম তুর্কি ভিক্টোরি কাপ আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতার শিরোপা জিতেছে।

তুর্কি ভিক্টোরি কাপ আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা ২ থেকে ৪ মে তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, প্রতিযোগিতা শেষে ইরানি জুনিয়র ফ্রিস্টাইল কুস্তি দল ২২০ পয়েন্ট নিয়ে ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জপদক পেয়ে শিরোপা জিতেছে। তুর্কি এবং কিরগিজ দলগুলিও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে।

গ্রিকো-রোমান কুস্তিতে, ইরানের জুনিয়র দল ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য, ৫টি ব্রোঞ্জপদক এবং ১৯০ পয়েন্ট নিয়ে বিজয়ী হয়েছে।

কিরগিজস্তান এবং কাজাখস্তানের দলগুলি দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে।#

পার্সটুডে/জিএআর/৫