ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট পুতিন
https://parstoday.ir/bn/news/event-i145296-ইউক্রেনের_সঙ্গে_যুদ্ধ_বন্ধ_করার_আগ্রহ_প্রকাশ_করলেন_প্রেসিডেন্ট_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তার দেশের যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে মস্কোয় দেয়া এক ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া আবার ইউক্রেনের বিরুদ্ধে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উরেশনিক ব্যবহার করতে পারে, তবে সেজন্য মস্কোর কোনো তাড়াহুড়ো নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৭:০১ Asia/Dhaka
  • ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তার দেশের যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে মস্কোয় দেয়া এক ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া আবার ইউক্রেনের বিরুদ্ধে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উরেশনিক ব্যবহার করতে পারে, তবে সেজন্য মস্কোর কোনো তাড়াহুড়ো নেই।

তিনি বলেন, আমরা আজ বা আগামীকাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। এছাড়া, রাশিয়া প্রয়োজনে মধ্যম-পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্রও ব্যবহার করতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের গ্যাস ইউরোপে সরবরাহ করার চুক্তি নবায়ন না হওয়ার জন্যও ইউক্রেনকে দায়ী করেন। তিনি বলেন, ইউক্রেন এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপকে শাস্তি দিয়েছে।

ইউক্রেন হয়ে রাশিয়ার গ্যাস ইউরোপের যাওয়ার পাঁচ বছর মেয়াদি চুক্তি ২০২৫ সালের ১ জানুয়ারি শেষ হচ্ছে। কিন্তু তা নবায়ন করার ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো আগ্রহ দেখানো হয়নি। পুতিন বলেন, আগামী তিন/চার দিনের মধ্যে চুক্তি নবায়নের খসড়া চূড়ান্ত করা সম্ভব নয়।

ইউরোপে গ্যাস রপ্তানির লক্ষ্যে রাশিয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনের আগ্রহ না থাকলে পোল্যান্ডের ভেতর দিয়ে গ্যাস রপ্তানি করবে তার দেশ। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৭