ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সা'দা শহরে বিশাল বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/event-i145302-ইসরাইলি_আগ্রাসনের_প্রতিবাদে_ইয়েমেনের_সা'দা_শহরে_বিশাল_বিক্ষোভ
ইয়েমেনে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে লাখ লাখ ইয়েমেনি আজ সা'দা শহরে বিক্ষোভ-সমাবেশ করেছেন।  
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৭:৪২ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সা'দা শহরে বিশাল বিক্ষোভ

ইয়েমেনে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে লাখ লাখ ইয়েমেনি আজ সা'দা শহরে বিক্ষোভ-সমাবেশ করেছেন।  

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন এবং লেবাননের পতাকা নেড়ে প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন এবং মার্কিন সহায়তায় গাজাবাসীদের বিরুদ্ধে ইসরাইলের চলমান জাতিগত নির্মূল অভিযানের নিন্দা জানান। তারা হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহসহ প্রতিরোধ নেতাদের ছবি বহন করেন।

বিক্ষোভকারীরা আমেরিকা ও ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগানও দেয় এবং ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে।

তারা ইয়েমেনে বেসামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানান এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে দখলদারদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গতকাল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক ঘাঁটি  এবং হোদেইদাহের পাওয়ারপ্ল্যান্ট লক্ষ্য করে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল।

এর প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ (শুক্রবার) ভোরে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় ইসরাইলের স্থল ও বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের অভিযান বন্ধ করবে না।# 

পার্সটুডে/এমএআর/২৭