খ্রিস্টীয় নববর্ষের প্রাক্কালে ইস্ফাহানের ভাঙ্ক গির্জায় উৎসবের আমেজ
https://parstoday.ir/bn/news/event-i145418-খ্রিস্টীয়_নববর্ষের_প্রাক্কালে_ইস্ফাহানের_ভাঙ্ক_গির্জায়_উৎসবের_আমেজ
খ্রিস্টীয় নতুন বছরের প্রাক্কালে ইরানের ইস্ফাহান নগরীর জুলফা এলাকা এবং ভ্যাঙ্ক গির্জায় কয়েকদিন আগে হযরত ঈসা (আ.)-এর জন্মদিন তথা বড়দিন উদযাপন করা হয়েছে। এরপর খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ কে স্বাগত জানাতে সেখানে নানা প্রস্তুত গ্রহণ করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২৪ ১৬:৩৮ Asia/Dhaka
  • ভ্যাঙ্ক গির্জা
    ভ্যাঙ্ক গির্জা

খ্রিস্টীয় নতুন বছরের প্রাক্কালে ইরানের ইস্ফাহান নগরীর জুলফা এলাকা এবং ভ্যাঙ্ক গির্জায় কয়েকদিন আগে হযরত ঈসা (আ.)-এর জন্মদিন তথা বড়দিন উদযাপন করা হয়েছে। এরপর খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ কে স্বাগত জানাতে সেখানে নানা প্রস্তুত গ্রহণ করা হয়।

ভ্যাঙ্ক গির্জাটি ১৬০৬ সালে সাফাভিদ শাসক শাহ আব্বাসের শাসনামলে নির্মাণ করা হয়। তখন থেকেই এটি আর্মেনিয় খ্রিস্টানদের প্রধান গির্জা হিসেবে পরিচিতি লাভ করে। 

পার্সটুডে/এমএআর/৩০