২০২৫ সালে বিশ্বে যুদ্ধ ও গণহত্যা শেষ হবে: পেজেশকিয়ানের আশাবাদ
https://parstoday.ir/bn/news/event-i145440
আসন্ন ইংরেজি নতুন বছরে বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন, নিপীড়ন, সহিংসতা, যুদ্ধ ও গণহত্যার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:০৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আসন্ন ইংরেজি নতুন বছরে বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন, নিপীড়ন, সহিংসতা, যুদ্ধ ও গণহত্যার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি গতকাল (সোমবার) ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নতুন এই বছর উদযাপনকারী দেশগুলোর সরকার ও জনগণের উদ্দেশে দেয়া এক বাণীতে এ আশা প্রকাশ করেন।  ২০২৫ সালে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলেও ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।

পেজেশকিয়ান তার বার্তায় বলেন, হযরত ঈসা (আ.), যাকে খ্রিষ্টানরা যীশু খ্রীষ্ট বলে অভিহিত করে, তিনি ছিলেন আলো ও করুণার নবী যার জন্ম ছিল মানব সমাজে শান্তি ও নৈতিকতার উদযাপন।

ইরানের প্রেসিডেন্টের বার্তায় বলা হয়, অন্য সকল ঐশী নবীর মতো হযরত ঈসা (আ.)ও সমাজ থেকে অবিচার দূর করার লক্ষ্যে ধুলির ধরায় আগমন করেছিলেন।

যেসব দেশ শুধুমাত্র নববর্ষ উদযাপন করে সেসব দেশের নেতৃবৃন্দ ও জনগণের প্রতিও পৃথক বাণী দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বাণীতে তিনি তাদের সবাইকে অভিনন্দন জানান।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সারাবিশ্বের খ্রিষ্টানদের, বিশেষ করে ইরানের খ্রিষ্টান জনগোষ্ঠীকে ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।  বাকায়ি সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে বলেছেন, হযরত ঈসা (আ.) যে শান্তি, ভালোবাসা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার শিক্ষা দিয়ে গেছেন তা এই মহান নবীর জন্মদিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। #

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।