তেহরানস্থ সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/event-i145518
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক, সৌদি আরবে বন্দী ছয় ইরানি নাগরিকের ফাঁসির সংবাদের প্রতিক্রিয়ায় বলেছেন: এ ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানে সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে এ পদক্ষেপ দুই দেশের মধ্যে বিচারিক ক্ষেত্রে বিরাজমান সহযোগিতার পরিপন্থী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০২, ২০২৫ ১২:২৮ Asia/Dhaka
  • তেহরানস্থ সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক, সৌদি আরবে বন্দী ছয় ইরানি নাগরিকের ফাঁসির সংবাদের প্রতিক্রিয়ায় বলেছেন: এ ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানে সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে এ পদক্ষেপ দুই দেশের মধ্যে বিচারিক ক্ষেত্রে বিরাজমান সহযোগিতার পরিপন্থী।

ইরনার উদ্ধৃতি দিয়ে সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক কারিমি শাস্তি গতকাল সন্ধ্যায় মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে কারাবন্দি ছয় ইরানি নাগরিকের ফাঁসি কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক বছর আগে মাদক পাচারের অভিযোগে সৌদি বিচার বিভাগ তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। এই সময়ের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্তদের কনস্যুলার সেবা প্রদান এবং ঘোষিত শাস্তি কমিয়ে আনার চেষ্টা চালায়।

কারিমি শাস্তি আরো বলেন, এ সত্ত্বেও ইরান দূতাবাসকে না জানিয়ে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি কনস্যুলার রিলেশন কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

এ সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে কথা বলার জন্য শিগগিরি রিয়াদে যাচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, সেদেশের আল-শারকিয়া অঞ্চলে মাদক পাচারের অভিযোগে ছয় ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেন। #

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।