সেনা সদস্যদের বাধার মুখে ইউনকে আটক করতে পারেনি পুলিশ
(last modified Fri, 03 Jan 2025 09:27:21 GMT )
জানুয়ারি ০৩, ২০২৫ ১৫:২৭ Asia/Dhaka
  • সেনা সদস্যদের বাধার মুখে ইউনকে আটক করতে পারেনি পুলিশ

সেনা সদস্যদের বাধার মুখে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করতে পারেনি দেশটির তদন্তকারীরা।

গত মাসে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় আজ (শুক্রবার) সকালে ইউনকে গ্রেপ্তার করতে পুলিশ নিয়ে প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্সে যান দেশটির দুর্নীতি তদন্ত কার্যালয়ের কর্মকর্তারা। তবে, ইউনকে গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী। এছাড়া, সেনাসদস্যরাও বাধা হয়ে দাড়ান। অন্যদিকে, ইউনের গ্রেপ্তার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন তার শত শত সমর্থক।

ইউনকে গ্রেপ্তারের প্রচেষ্টা ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। কয়েক ঘণ্টা ধরে অচলাবস্থা চলে। পরে তদন্তকারীরা তাকে গ্রেপ্তার না করে প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্স ত্যাগ করেন। তদন্তকারীরা চলে গেলে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেয়া ইউনের সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন।

তদন্তকারীরা এক বিবৃতিতে বলেছেন, অচল পরিস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। অভিযুক্ত ব্যক্তির আইনি প্রক্রিয়া প্রত্যাখ্যানের মনোভাব দেখতে পেয়েছেন তারা, যা অত্যন্ত দুঃখজনক।

গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইউন। কিন্তু তীব্র প্রতিবাদের মুখে ছয় ঘণ্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি। সামরিক আইন জারির জেরে প্রেসিডেন্ট ইউনকে গত ১৪ ডিসেম্বর পার্লামেন্টে ইমপিচ করা হয়।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন