ইরানি জনগণ নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ করে দিয়েছে, পরমাণু তৎপরতা বেড়েছে
https://parstoday.ir/bn/news/event-i145552-ইরানি_জনগণ_নিষেধাজ্ঞাগুলো_ব্যর্থ_করে_দিয়েছে_পরমাণু_তৎপরতা_বেড়েছে
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো জনগণের সহযোগিতায় ব্যর্থ করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৩, ২০২৫ ১৫:৫১ Asia/Dhaka
  • মোহাম্মাদ ইসলামি
    মোহাম্মাদ ইসলামি

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো জনগণের সহযোগিতায় ব্যর্থ করে দিয়েছে।

মোহাম্মাদ ইসলামির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি জাতি আত্মবিশ্বাসী এবং তারা জানে নানা ক্ষেত্রে উন্নয়ন-অগ্রগতি অর্জন করা সম্ভব। ইরানের জনগণ বিভেদ এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের জনগণের দৃঢ়তার কারণে পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে কার্যক্রমের ব্যাপকভাবে বেড়েছে।

আমেরিকা সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগেও বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

সদ্য বিদায় নেওয়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার হাস্যকর অভিযোগে ইরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থমন্ত্রণালয়।

মার্কিন অর্থমন্ত্রণালয়ের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ মিথ্যা দাবি তুলে বলেন, ইরান ও রাশিয়া সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মধ্য দিয়ে মার্কিনিদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।