যুক্তরাষ্ট্রের তৈরি ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i145602-যুক্তরাষ্ট্রের_তৈরি_৮টি_এটিএসিএমএস_ক্ষেপণাস্ত্র_ভূপাতিত_করল_রাশিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত আটটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত নভেম্বরে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন। এগুলো ব্যবহার করে রাশিয়ায় হামলা হলে কিয়েভের মধ্যাঞ্চলে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৫ ১৯:০৩ Asia/Dhaka
  • স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস
    স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস

মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত আটটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত নভেম্বরে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন। এগুলো ব্যবহার করে রাশিয়ায় হামলা হলে কিয়েভের মধ্যাঞ্চলে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।

লকহিড মার্টিনের তৈরি করা এটিএসিএমএস একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মডেলের ওপর ভিত্তি করে এটি ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং এতে প্রায় ৩৭৫ পাউন্ড বিস্ফোরক থাকে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শনিবার) জানিয়েছে, ‘আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ও ৭২টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।’

এ ছাড়া, রাশিয়া পূর্ব লুহানস্ক অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা নাদিয়া গ্রামটি দখল করেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। ২০২৪ সালে রাশিয়া ইউক্রেনের প্রায় চার হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা আজ সকালে রাশিয়ার ভূখণ্ডে ১০টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। যার মধ্যে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে উত্তর লেনিনগ্রাদ অঞ্চলে।#  

পার্সটুডে/এমএআর/৪