গাজার চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ইসরাইলি বর্বরতায় ইরানের গভীর উদ্বেগ
https://parstoday.ir/bn/news/event-i145622
ইসরাইলি বাহিনীর হাতে গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরানের মেডিক্যাল সায়েন্স একাডেমি। এটি অবিলম্বে ডা. সাফিয়াকে ‘নিরাপদ অবস্থায়’ মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৫ ১১:০০ Asia/Dhaka
  • গাজার চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ইসরাইলি বর্বরতায় ইরানের গভীর উদ্বেগ

ইসরাইলি বাহিনীর হাতে গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরানের মেডিক্যাল সায়েন্স একাডেমি। এটি অবিলম্বে ডা. সাফিয়াকে ‘নিরাপদ অবস্থায়’ মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে।

একাডেমির প্রধান আলীরেজা মারান্দি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র মহাপরিচালক টেডরোস আধানমকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান।  চিঠিটির শিরোনাম ছিল ‘গাজায় মানবিক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।’

চিঠিতে মারান্দি বলেন, আমরা তার (আবু সাফিয়ার) পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করার এবং গাজার চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে আর যাতে পাশবিক আচরণ করা না হয় সে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

ইরানের মেডিক্যাল সায়েন্স একাডেমির পরিচালক তার চিঠিতে বলেন, উত্তর গাজার অসংখ্য বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয়স্থল কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংসের ঘটনায় ইসরাইলি ‘বর্বরতার চূড়ান্ত রূপ’ প্রকাশ পেয়েছে।

গত ২৮ ডিসেম্বর কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়ে এটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দখলদার সেনারা। আগুন দেয়ার আগে তারা বিমান হামলা চালিয়ে সেখানকার চিকিৎসাকর্মীসহ অন্তত ৫০ জনকে হত্যা করে এবং পরে বাকিদের জোরপূর্বক সেখান থেকে বের করে দেয়।

এ সময় হামাসকে সহযোগিতা করার অভিযোগে ডা. আবু সাফিয়াসহ বহু মানুষকে ধরে নিয়ে যায় দখলদার সেনারা।

হু’র মহাপরিচালককে লেখা চিঠিতে ইসরাইলি সেনারা গাজার অপর চিকিৎসক আদনান আল-বার্শকে যেভাবে নির্যাতন চালিয়ে হত্যা করেছে ডা. সাফিয়ার ক্ষেত্রে তার পুনরাবৃত্তি রোধ করার আহ্বান জানান মারান্দি।  ডা. বার্শকে গাজা থেকে ধরে নিয়ে যাওয়ার চার মাস পর গত বছরের এপ্রিলে ইসরাইলের ‘অফের’ কারাগারে তার করুণ মৃত্যু হয়। হত্যা করার আগে ফিলিস্তিনি এই চিকিৎসকের ওপর বলাৎকারসহ অকথ্য নির্যাতন চালায় ইহুদিবাদী সেনারা।

ইরানের মেডিক্যাল সায়েন্স একাডেমির পরিচালক তার চিঠিতে বলেন, ডা. সাফিয়া ইসরাইলি হামলায় তার ৮ বছরের শিশুপুত্রকে হারিয়েছেন। তার পক্ষে আর কোনো ইহুদিবাদী বর্বরতা সহ্য করা সম্ভব নয়।#

 পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৫