ইউক্রেনে সেনা মোতায়েন ছাড়া কোনো বিকল্প নেই
https://parstoday.ir/bn/news/event-i145644-ইউক্রেনে_সেনা_মোতায়েন_ছাড়া_কোনো_বিকল্প_নেই
জার্মানির বিরোধীদলীয় ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সংসদ সদস্য রোডেরিক কিসেওয়েটার বলেছেন, ইউক্রেনে সেনা মোতায়েন ছাড়া জার্মানির সামনে বিকল্প কোনো পথ নেই। গতকাল তিনি বলেন, ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে জার্মানির উচিত এই মহাদেশের নিরাপত্তার দায়িত্ব কাধে নেয়া।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৫ ১৯:১২ Asia/Dhaka
  • রোডেরিক কিসেওয়েটার
    রোডেরিক কিসেওয়েটার

জার্মানির বিরোধীদলীয় ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সংসদ সদস্য রোডেরিক কিসেওয়েটার বলেছেন, ইউক্রেনে সেনা মোতায়েন ছাড়া জার্মানির সামনে বিকল্প কোনো পথ নেই। গতকাল তিনি বলেন, ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে জার্মানির উচিত এই মহাদেশের নিরাপত্তার দায়িত্ব কাধে নেয়া।

শুক্রবার পোল্যান্ডের একটি পত্রিকা কিসেওয়েটারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, ইউক্রেনে সঠিক সময়ে উপযুক্ত অস্ত্রসজ্জিত বাহিনী নিয়ে হস্তক্ষেপ করার বাধ্যবাধকতা রয়েছে বার্লিনের। তবে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র বলেছেন, এই ধরনের প্রেক্ষাপট তৈরি করা হবে পাগলামি। তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের কাঠামোর মধ্যে থেকে যৌথভাবে ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের পক্ষে মত দিয়েছেন।

এদিকে, গত মাসে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে যেকোনো ধরনের শান্তিরক্ষী মোতায়েনের ব্যাপারে ইউক্রেন এবং রাশিয়াকে একমত হতে হবে। তিনি বলেন, যদি ইউক্রেনে যুদ্ধবিরতি হয় তাহলে অবশ্যই পশ্চিমা সম্প্রদায়, ন্যাটো সদস্যরা এবং সম্ভবত জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের ব্যাপারে আলোচনা করবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৫