ইভিএম বিতর্কের জবাব দিল কমিশন: দিল্লি থেকে ভোটে লড়বেন কেজরিওয়াল
(last modified Tue, 07 Jan 2025 12:34:09 GMT )
জানুয়ারি ০৭, ২০২৫ ১৮:৩৪ Asia/Dhaka
  • ইভিএম বিতর্কের জবাব দিল কমিশন: দিল্লি থেকে ভোটে লড়বেন কেজরিওয়াল

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে কমিশন জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি  দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি ভোটগণনা হবে। মামলা বিচারাধীন থাকার কারণে বসিরহাটের উপনির্বাচন এখন হবে না বলেও জানিয়েছে কমিশন।

তবে তারিখ ঘোষণার আগে থেকেই রাজধানীতে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। বিজেপি প্রাথমিকভাবে ৭০ আসনের মধ্যে ২৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

অন্যদিকে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলো নীতিতে এগোচ্ছে আমা আদমি পার্টি বা আপ। সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। দলটি জানিয়েছে, বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীাপ্রার্থী হিসেবে নয়াদিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী লড়বেন কালকাজি কেন্দ্র থেকে। 

কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। পরের দিন বাছাই এবং ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

কমিশন ইভিএম সম্পর্কিত বিতর্কের জবাব দিয়ে বলেছে, ৪২ বার আদালত ইভিএমের ওপর ভরসা রেখেছে।#

পার্সটুডে/জিএআর/৭