লেবানন থেকে ইসরাইলি সেনা পুরোপুরি সরাতে হবে: মিকাতি
https://parstoday.ir/bn/news/event-i145726
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে ইসরাইলকে চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে নিজের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৮, ২০২৫ ১১:৫১ Asia/Dhaka
  •  লেবানন থেকে ইসরাইলি সেনা পুরোপুরি সরাতে হবে: মিকাতি

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে ইসরাইলকে চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে নিজের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।

তিনি গত নভেম্বরে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে তেল আবিবের স্বাক্ষরিত চুক্তির প্রতি ইঙ্গিত করে এ সময়সীমা বেধে দিয়েছেন। ওইচুক্তি বাস্তবায়ন দেখভাল করার জন্য ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, লেবানন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

চুক্তিতে আগামী ২৬ জানুয়ারির মধ্যে সকল ইসরাইলি সেনার লেবাননের ভূখণ্ড ত্যাগ করার কথা থাকলেও সোমবার একজন অজ্ঞাত ইহুদিবাদী কর্মকর্তার এই মর্মে এক বক্তব্য ছড়িয়ে পড়েছে যে, ইসরাইলি বাহিনী দীর্ঘকাল ধরে লেবাননের ভূখণ্ড জবরদখল করে রাখার প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিকাতি মঙ্গলবার বৈরুতে বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির কাছে একটি সুস্পষ্ট বার্তা পাঠিয়ে বলেছেন যে, ওই চুক্তিতে উল্লেখিত সময়সীমার মেয়াদ বাড়ানোর যেকোনো প্রচেষ্টা ‘একেবারেই অগ্রহণযোগ্য।’

মিকাতির দপ্তর সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে বলেছে, “ইসরাইল সরকারের আগ্রাসী পদক্ষেপ বন্ধ করতে হবে এবং তেল আবিবকে দখলীকৃত লেবাননি ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে।

এর আগে সোমবার বৈরুত সফরকারী মার্কিন বিশেষ প্রতিনিধি অ্যামোস হোচেস্টেনের সঙ্গে এক বৈঠকে মিকাতি তার দেশ থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরাইলের পক্ষ থেকে সুস্পষ্ট সময়সীমা ঘোষণা করার আহ্বান জানান। #

 পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।