আরব ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরাইলের মানচিত্র প্রকাশ, নিন্দা জানালো আরব লীগ
https://parstoday.ir/bn/news/event-i145756
কথিত বৃহত্তর ইসরাইলের অংশ হিসেবে কয়েকটি আরব দেশের ভূখণ্ড নিয়ে মানচিত্র প্রকাশ করায় দখলদার ইসরাইলের কঠোর নিন্দা জানিয়েছে আরব লীগ। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৫ ০৯:৪৮ Asia/Dhaka
  • আরব ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরাইলের মানচিত্র প্রকাশ, নিন্দা জানালো আরব লীগ

কথিত বৃহত্তর ইসরাইলের অংশ হিসেবে কয়েকটি আরব দেশের ভূখণ্ড নিয়ে মানচিত্র প্রকাশ করায় দখলদার ইসরাইলের কঠোর নিন্দা জানিয়েছে আরব লীগ। 

গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলের এই মারাত্মক লঙ্ঘন এবং উস্কানিমূলক ও দায়িত্বহীন কর্মকাণ্ডের বিষয়টি চিহ্নিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। ইসরাইলের এই কর্মকাণ্ডের ফলে পাল্টাপাল্টি উগ্রবাদ সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে, আলাদা বিবৃতিতে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের এই পদক্ষেপের নিন্দা এবং সমালোচনা করে বলেছে, ইসরাইলের দখলদারিত্ব বিস্তারের জন্য ইচ্ছাকৃতভাবে আরব ভূখণ্ডকে বৃহত্তর ইসরাইলের মানচিত্রে দেখিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্ট করে বলেছে, ইসরাইলের এই তৎপরতা আন্তর্জাতিক আইন ও বৈধ প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।

এরইমধ্যে ফিলিস্তিন ও জর্দান সহ আরো কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের এই নির্লজ্জ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। 

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের চরম উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস ফিলিস্তিনের পশ্চিম তীর পুরোটা দখলের কথা বলেছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বসতি গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেছেন। এর পাশাপাশি তিনি জর্দান নদী পর্যন্ত পুরো ফিলিস্তিন দখলে নেয়া এবং সৌদি আরব ও ইরাকের অংশবিশেষ নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত ইসরাইলের বিস্তার ঘটানোর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।