ট্রাম্পের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে তা আমরাই নির্ধারণ করব: জাওয়াদ জারিফ
(last modified Thu, 09 Jan 2025 04:58:23 GMT )
জানুয়ারি ০৯, ২০২৫ ১০:৫৮ Asia/Dhaka
  • ট্রাম্পের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে তা আমরাই নির্ধারণ করব: জাওয়াদ জারিফ

ইরানের কৌশলগত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট ক্ষমতার অধিকারী হবেন। তবে শেষ পর্যন্ত ইরানই মার্কিন-ইরান সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করবে।

ইরানের একটি সংবাদপত্রের সঙ্গে এক বিস্তারিত সাক্ষাৎকারে জারিফ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি এবং দেশে ও বিদেশে নতুন প্রশাসন কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে সে সম্পর্কে অকপটে কথা বলেছেন। জাওয়াদ জারিফ এর আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন যিনি বিশ্ব শক্তির সঙ্গে ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির জন্য আলোচনা করেছিলেন। জারিফ চলমান বিশ্ব পরিস্থিতিতে বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অধীনে ইরান-মার্কিন গতিশীলতার প্রেক্ষাপটে জাতীয় সংলাপ ও ঐক্যের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন।

জারিফ ট্রাম্পকে একজন কট্টর ইরান-বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন যিনি তার প্রথম মেয়াদে একতরফাভাবে ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে সাক্ষরিত জেসিপিও থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এছাড়া একজন আত্মকেন্দ্রিক রাজনীতিবিদ হিসেবে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে নিজের আচরণে কোনো পরিবর্তন আনবেন বলে আশা করেন না জাওয়াদ জারিফ। জারিফ বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প একজন খুব শক্তিশালী প্রেসিডেন্ট হবেন। কারণ তিনি মার্কিন জনগণের একটি বিশাল অংশ, কংগ্রেসের উভয় কক্ষ, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আমেরিকার বেশিরভাাগ রাজ্যের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছেন।

জারিফ বলেন, "তিনি বিশ্বাস করেন না যে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যেতে আগ্রহী। তার ব্যক্তিগত চরিত্র গুরুত্বপূর্ণ,কিন্তু আমার মতে ইরান আরো গুরুত্বপূর্ণ একজন নীতি নির্ধারক;এর অর্থ হচ্ছে ট্রাম্প আমাদের সঙ্গে কিভাবে আরচরণ করবেন তা আমরাই নির্ধারণ করব।"

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।