লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট আউনকে অভিনন্দন জানাল ইরান
(last modified Fri, 10 Jan 2025 09:08:20 GMT )
জানুয়ারি ১০, ২০২৫ ১৫:০৮ Asia/Dhaka
  • লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন
    লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন

লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনকে অভিনন্দন জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান আশা প্রকাশ করে বলেছে, প্রেসিডেন্ট আউনের নেতৃত্বে লেবাননের উত্তরোত্তর সমৃদ্ধি হবে এবং তার শাসনামলে তেহরানের সঙ্গে বৈরুতের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

লেবাননের ইরান দূতাবাস বৃহস্পতিবার নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে তেহরানের এ অবস্থানের কথা জানায়। পোস্টে আশা প্রকাশ করা হয়, আগামী দিনগুলোতে সকল ক্ষেত্রে ‘ভ্রাতৃপ্রতীম’ দু’দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

আরবি ভাষায় প্রকাশিত পোস্টটিতে বলা হয়, বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জেনারেল জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনায় আমরা ভ্রাতৃপ্রতীম লেবাননের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। প্রেসিডেন্ট আউন পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন বলেও ইরান দূতাবাস আশা প্রকাশ করেছে।

এর আগে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। 

১২৮ আসন বিশিষ্ট সংসদে বৃহস্পতিবার দুই দফা ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই ভোটাভুটির আগে গত দুই বছরে লেবাননের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের মোট ১২টি প্রচেষ্টা ব্যর্থ হয়। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।