‘আত্মরক্ষার ক্ষেত্রে ইসরাইলের উল্লেখযোগ্য অক্ষমতা প্রকাশ হয়ে পড়েছে’
ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম নয় ইসরাইল: হুথি
-
আব্দুল-মালিক আল-হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তার দেশের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক হামলার ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, এসব হামলায় প্রমাণিত হয়েছে, ইসরাইলের পক্ষে ইয়েমেনের হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র শনাক্ত বা গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়।
তিনি গতরাতে (বৃহস্পতিবার রাতে) জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন। হুথি বলেন, এই ব্যর্থতার ঘটনায় আত্মরক্ষার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের বিশাল ও উল্লেখযোগ্য অক্ষমতা প্রকাশ হয়ে পড়েছে।
আব্দুল-মালিক আল-হুথি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বহুবার ইসরাইলের গভীর অভ্যন্তরে এই দখলদার শক্তির সামরিক স্থাপনা লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে ইয়েমেন তেল আবিবের বিরুদ্ধে যে অভিযান চালাচ্চে তাতে তেল আবিবের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে।
হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার আগ মুহূর্তে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ইহুদিবাদী ইসরাইলের জন্য ৮০০ কোটি ডলারের যে সমরাস্ত্র সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানান হুথি। তিনি বলেন, ইহুদিবাদী সরকার এসব অস্ত্র গাজার নারী ও শিশুদের হত্যা করার কাজে ব্যবহার করবে। #
পার্সটুডে/এসআই/জিএআর/১০