পণবন্দিদের নিহত হওয়ার জন্য ইহুদিবাদী বাহিনীই দায়ী
উত্তর গাজায় ইসরাইলি হামলার ফলে বেশিরভাগ পণবন্দি নিখোঁজ: হামাস
উত্তর গাজায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ বিমান হামলার কারণে হামাসের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের বেশিরভাগ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। এজন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলি সামরিক বাহিনীকে দায়ী করেছে এই ব্রিগেড।
আল-কাসসাম ব্রিগেডের একটি সূত্র গতকাল (শনিবার) আল-জাজিরা নিউজ চ্যানেলকে বলেছে, “ইহুদিবাদী সেনাদের বিরামহীন আগ্রাসনের কারণে বেশিরভাগ পণবন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না।”
সূত্রটি বলেছে, আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকার বিভিন্ন স্থানে থাকা ইসরাইলি পণবন্দিদের জীবন বিপন্ন করার জন্য তেল আবিব সরকার ও ইহুদিবাদী বাহিনীকে দায়ী করেছে। কারণ, দখলদার বাহিনী উপত্যকার সর্বত্র নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে এবং তারা ভয়াবহ বিমান হামলা চালাতে গিয়ে সামরিক বা বেসামরিক ফিলিস্তিনি নাগরিক কিংবা ইহুদিবাদী পণবন্দিদের মধ্যে কোনো বাছবিচার করছে না।
আল-কাসসাম ব্রিগেড সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে ভিডিও বার্তা প্রকাশ করে বারবার সতর্ক করে দিয়ে আসছে যে, নেতানিয়াহু সরকার তার পণবন্দিদের জীবনের প্রতি বিন্দুমাত্র তোয়াক্কা করছে না বরং নির্বিচারে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করে যাচ্ছে।
এসব ভিডিও বার্তায়, গাজায় আটক ইসরাইলি পণবন্দিদের জবানবন্দি প্রকাশ করা হচ্ছে যেখানে তারা বলছেন, তেল আবিব সরকার যেন যুদ্ধবিরতি চুক্তি করে তাদেরকে মুক্ত করে নিয়ে যায়। কিন্তু নেতানিয়াহু সরকার সেসব বার্তার প্রতি ভ্রুক্ষেপ করেনি। এমনকি জবানবন্দি দেয়ার পর ইসরাইলি হামলায় পণবন্দিদের নিহত হওয়ার ভিডিও-ও প্রকাশ করেছে হামাস। কিন্তু তাতেও নেতানিয়াহুর টনক নড়েনি। #
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।