এবার কি করবেন জুলানি?
প্রথমবারের মতো এইচটিএস-এর সেনা-অবস্থানে ইসরাইলের হামলা
সিরিয়ার ক্ষমতা দখলকারী হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-এর সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা ছেড়ে রাশিয়ায় চলে যাওয়ার পর এই প্রথম এইচটিএসের অবস্থানে ইসরাইল হামলা করল।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি গতকাল বুধবার জানিয়েছে, ইসরাইলের একটি ড্রোন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে এইচটিএস-এর সামরিক বহরের ওপর হামলা চালিয়েছে। হামলায় এইচটিএস-এর সামরিক অভিযান বিভাগের ২ সদস্য এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
বাশার-আল-আসাদ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল ব্যাপক হামলা চালায় তবে সে সময় এইচটিএসের ওপর হামলা চালায়নি ইসরাইল।
বাশার আসাদের পতনের পর ইসরাইলি হামলার মুখে এইচটিএস নেতা আবু মুহাম্মদ আল-জুলানি বলেছিলেন, ইসরাইলের সাথে তাদের কোনো শত্রুতা নেই এবং তারা ইসরাইলের সাথে সংঘাতে জড়াতে চায় না। কিন্তু এখন ইসরাইল সরাসরি এইচটিএসএ-এর অবস্থানে হামলা চাললো। সেক্ষেত্রে প্রশ্ন আসছে- এখন এইচটিএস কি ইসরাইলের ওপর পাল্টা হামলা চালাবে?
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।