ইয়েমেনকে সামরিক সহযোগিতা দেয়ার অভিযোগ উড়িয়ে দিল ইরান
https://parstoday.ir/bn/news/event-i146058-ইয়েমেনকে_সামরিক_সহযোগিতা_দেয়ার_অভিযোগ_উড়িয়ে_দিল_ইরান
ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা করার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য কারিগরি প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি বরং রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ আনা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৫ ১০:১৬ Asia/Dhaka
  • সাঈদ ইরাভানি
    সাঈদ ইরাভানি

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা করার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য কারিগরি প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি বরং রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ আনা হয়েছে।

জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষজ্ঞদের একটি প্যানেল ইরানের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ এনেছিল। ওই অভিযোগের জবাব দিতে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতি আমার বেন্ডজামার কাছে লেখা এক চিঠিতে একথা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

তিনি তার চিঠিতে বলেন, ওই প্যানেল তার পর্যবেক্ষণে বলেছে, ইসরাইলে হামলা চালানোর মতো সামর্থ্য আনসারুল্লাহ আন্দোলনের নেই। কাজেই তারা নিশ্চয়ই ‘কোনো বিদেশি শক্তির’ সহযোগিতায় ইসরাইলে হামলা চালিয়েছে।

ইরানি রাষ্ট্রদূত বলেন, সেই কথিত কোনো বিদেশি শক্তি যে ইরান তার কোনো প্রমাণ প্যানেল দেখাতে পারেনি। এছাড়া, সাগরে জব্দ করা সমরাস্ত্রের সঙ্গে ইরানে তৈরি সমরাস্ত্রের কথিত যে মিল খুঁজে পাওয়ার কথা প্যানেলটি বলেছে, তা দিয়েও ইরানের সংশ্লিষ্‌টতা প্রমাণ করা সম্ভব নয়।

ইরাভানি বলেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিশ্বের যেকোনো দেশে তৈরি অস্ত্রের মতো অস্ত্র তৈরি করা সম্ভব। জাতিসংঘকে লেখা চিঠিতে তিনি আরো বলেন, দুঃখজনকভাবে, উপযুক্ত প্রমাণ উপস্থাপন না করে প্যানেলটি ধারনাপ্রসূত কথাবার্তা তুলে ধরে নিজের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। #

 পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।