ইরানের ২ শীর্ষস্থানীয় বিচারপতির শাহাদাতের ঘটনায় সর্বোচ্চ নেতার শোক
(last modified Sun, 19 Jan 2025 03:26:26 GMT )
জানুয়ারি ১৯, ২০২৫ ০৯:২৬ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশের দু’জন শীর্ষস্থানীয় বিচারপতির শাহাদাতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের ৩৯ নম্বর শাখার প্রধান বিচারপতি আলী রাজিনি ও ৫৩ নম্বর শাখার প্রধান বিচারপতি মোহাম্মাদ মোকিসে শনিবার তেহরানে এক গুলিবর্ষণের ঘটনায় শহীদ হন। এই দুই বিচারপতি জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাস বিষয়ক অপরাধ নিয়ে কাজ করতেন।

সর্বোচ্চ নেতা শনিবারই এক বার্তায় শহীদ এই দুই বিচারপতির পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান। শোকবার্তায় বলা হয়, কুচক্রি মহল এর আগেও একবার বিচারপতি রাজিনিকে হত্যা করতে চেয়েছিল এবং তিনি আহত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছিলেন।

বিচারপতি রাজিনির দুই ভাইও এর আগে দেশের কাজে আত্মনিয়োগ করে শহীদ হয়েছেন বলে সর্বোচ্চ নেতার শোকবার্তায় উল্লেখ করা হয়।  আয়াতুল্লাহ খামেনেয়ী মহান আল্লাহর দরবারে দুই শহীদ বিচারপতির মাগফেরাত কামনা করার পাশাপাশি তাদের পরিবারবর্গের জন্য ধৈর্য ধরার তৌফিক চান। 

এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পৃথক শোকবার্তায় দুই বিচারপতির ওপর হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত ও অমানবিক’ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তিনি এ হামলার পরিকল্পনাকারীদের শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৯