ধর্মরক্ষায় বাড়িতে ধারালো অস্ত্র রাখার পরামর্শ সুকান্তের! পাল্টা সমালোচনা তৃণমূলের
(last modified Sun, 19 Jan 2025 13:17:22 GMT )
জানুয়ারি ১৯, ২০২৫ ১৯:১৭ Asia/Dhaka
  • ধর্মরক্ষায় বাড়িতে ধারালো অস্ত্র রাখার পরামর্শ সুকান্তের! পাল্টা সমালোচনা তৃণমূলের

এবার হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিলেন সুকান্ত মজুমদার। রবিবার হুগলিতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

হুগলির কুন্তিঘাটে রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে এদিন যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। এদিন সুকান্ত মজুমদার বলেন, “ছেলেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। কিন্তু আগে ভালো হিন্দু বানান যে কিনা নিজে ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। এক্ষেত্রে তৃণমূলের দিকেও নিশানা করেছেন বিজেপি নেতা। সুকান্ত আরও বলেন, “যারা ছদ্ম হিন্দু, তাঁদের চিনে নিন। তাহলে হিন্দু সমাজ বাঁচবে।”

এই প্রসঙ্গে হুগলির তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন, “সুকান্ত মজুমদার বাংলার সংস্কৃতিই জানেন না। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যায়। সেজন্য বই পড়া ছেড়ে অস্ত্র ধরার নিদান দিয়েছেন। এখানেই তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য। তৃণমূল শান্তির পক্ষে।”#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।