সিরিয়ার সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i146270-সিরিয়ার_সংখ্যালঘুদের_অধিকার_নিশ্চিত_করার_আহ্বান_জানাল_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিরিয়ার সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৪, ২০২৫ ১৭:৫৪ Asia/Dhaka
  • সিরিয়ার সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানাল ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিরিয়ার সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক ফোনালাপে এ আহ্বান জানান তিনি। দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ইরান সমর্থন করে এবং এটা ইরানের মৌলিক নীতির অংশ।

তিনি সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটানোরও আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, এমন একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে যেখানে সমস্ত রাজনৈতিক দল ও সংগঠন এবং জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর সম্পৃক্ততা থাকবে।

আব্বাস আরাকচি সিরিয়ায় শিয়া এবং আলাভি অধ্যুষিত এলাকাগুলোতে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কিছু সশস্ত্র গোষ্ঠীর অন্যায় পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ঐ সব এলাকা এ সংক্রান্ত না রিপোর্ট পাওয়া যাচ্ছে।

হায়াত তাহরির আশ-শাম (এইচটিএস) গোষ্ঠী অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে সঙ্গে নিয়ে ৮ ডিসেম্বর দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এর ফলে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট  বাশার আল আসাদকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

আসাদের পতনের পর থেকে ইহুদিবাদী ইসরাইল হামলার মাধ্যমে সিরিয়ার অবকাঠামো ধ্বংস করেছে। দেশটির কোনো কোনো অংশও দখল করেছে বর্ণবাদী ইসরাইল।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।