দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরাইলি বাহিনীর গুলি, নিহত ১৫
(last modified Sun, 26 Jan 2025 13:12:30 GMT )
জানুয়ারি ২৬, ২০২৫ ১৯:১২ Asia/Dhaka
  • দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরাইলি সেনা
    দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরাইলি সেনা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে কমপক্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৮৩ জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (রোববার) এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, "সাধারণ নাগরিকরা সীমান্তবর্তী তাদের গ্রামগুলোতে ফিরে যাওয়ার চেষ্টাকালে তাদের উপর গুলি চালায় ইসরাইলি বাহিনী।  এতে লেবাননের সেনাবাহিনীর একজন সৈনিক ও দুই নারীসহ ১৫ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে।" এর আগে আলাদা এক বিবৃতিতে নিহতের সংখ্যা ৩ জন বলে উল্লেখ করা হয়েছিল।  

এদিকে, লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরাইলি বাহিনী সীমান্তবর্তী শহর হুলা থেকে দুই লেবাননি নাগরিককে অপহরণ করেছে।

অন্য প্রতিবেদনে বলা হয়েছে, একটি ইসরাইলি ড্রোন বানি হাইয়ান গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এছাড়া, দক্ষিণ লেবাননের হুলা-মাজদাল সিল্ম-শাকরা ‌এলাকায় লেবাননি নাগরিকদের সমাবেশে একটি ইসরাইলি ড্রোন থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে, আজ ভোরে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হয়ে যায়। ইসরাইল এবং হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে এই প্রত্যাহারের কথা বলা হয়েছিল।

তবে, দখলদার বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এখনও দখলকৃত এলাকায় অবস্থান করছে।  

ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই দক্ষিণ লেবাননের ৬০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের উদ্দেশে একটি বার্তা জারি করেন। বার্তায় বলা হয়েছে, সাধারণ নাগরিকরা যাতে তাদের নিজ নিজ বাড়ি ঘরে ফিরে না যায়।#

পার্সটুডে/এমএআর/২৬