ইসরাইল গাজা যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইয়েমেনের অভিযান আবার শুরু হবে
https://parstoday.ir/bn/news/event-i146370-ইসরাইল_গাজা_যুদ্ধবিরতি_ভঙ্গ_করলে_ইয়েমেনের_অভিযান_আবার_শুরু_হবে
ইহুদিবাদী ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ এই উপত্যকার ওপর আবার পাশবিক গণহত্যা শুরু করলে ইয়েমেনের যোদ্ধারা আবার ইসরাইলি লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৫ ১০:৫৬ Asia/Dhaka
  • হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি
    হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি

ইহুদিবাদী ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ এই উপত্যকার ওপর আবার পাশবিক গণহত্যা শুরু করলে ইয়েমেনের যোদ্ধারা আবার ইসরাইলি লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি।

তিনি গতকাল (রোববার) রাজধানী সানা থেকে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইহুদিবাদী বাহিনী যখন গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন করে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে তখন হুথি এ হুমকি দিলেন।

এছাড়া, গাজার নেতজারিম করিডোরে মোতায়েন ইসরাইলি সেনাদের গুলিতেও রোববার দু’জন গাজাবাসী নিহত হয়েছেন যা যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন।

হুথি তার ভাষণে বলেন, “আমরা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং জেনিন ও পশ্চিম তীরের পরিস্থিতিও আমাদের নখদর্পণে রয়েছে।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “ইহুদিবাদী সরকার যদি আবার যুদ্ধ শুরু করে তাহলে আমাদের অভিযানগুলিও আবার চালু হবে।”

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বিশ্বের দেশগুলোর জন্য বিপদের কারণ হিসেবে উল্লেখ করে আব্দুল-মালিক আল-হুথি বলেন, শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ, দায়িত্বশীল ও করিতকর্মা থাকতে হবে। তিনি ইহুদিবাদী ষড়যন্ত্রকে মুসলিম বিশ্বের জন্য ‘বিপজ্জনক ও ধ্বংসাত্মক’ হিসেবে তুলে ধরে আমেরিকা ও ইসরাইলি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। #

পার্সটুডে/এসআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।