জর্দানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
‘গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ-পরিকল্পনার কঠোর বিরোধী আম্মান’
-
জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি
জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পাঠানোর কঠোর বিরোধী তার দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল (রোববার) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেছিলেন, গাজা খালি করার জন্য জর্দান, মিশর ও অন্য আরব দেশগুলোর আরো বেশি মাত্রায় ফিলিস্তিনিদের গ্রহণ করা উচিত।
ট্রাম্পের এই বক্তব্যের বিরোধিতা করে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সুস্পষ্ট ভাষায় বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের কঠোর বিরোধী তার দেশ। এ ব্যাপারে জর্দানের অবস্থান শক্ত এবং অটল রয়েছে, কোন রকমের নড়চড় হচ্ছে না।
জর্দানের শীর্ষ এ কূটনীতিক সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, তার দেশ গাজায় যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানায় এবং এটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করে। একই সাথে গাজার বিভিন্ন অংশ মানবিক ত্রাণ পৌঁছানো জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।