ইরানের আস্থা অর্জন করার জন্য সুন্দর সুন্দর কথা যথেষ্ট নয়: ট্রাম্পকে আরাকচি
(last modified Wed, 29 Jan 2025 08:34:00 GMT )
জানুয়ারি ২৯, ২০২৫ ১৪:৩৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, নিছক সুন্দর সুন্দর কথা বলে তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো চুক্তি স্বাক্ষরের আলোচনায় বসানো যাবে না। 

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় আমরা যে আস্থা হারিয়েছে তা আবার ফিরিয়ে আনতে হলে ওয়াশিংটনকে আরো অনেক কিছু করতে হবে।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়, ২০১৮ সালের মে মাসে তা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে ঘোষণা দিয়ে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেন।

সম্প্রতি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে ট্রাম্প ইরান সম্পর্কে দৃশ্যত সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি কূটনৈতিক উপায়ে ইরানের সঙ্গে তার দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে একটিন নতুন চুক্তি হবে ‘চমৎকার’।

ট্রাম্পের ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সাত বছর আগের তুলনায় পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে এবং এখন তখনকার তুলনায় পরিস্থিতি অনেক জটিল। আমরা ‘চমৎকার’ কিছু কথাবার্তা ছাড়া বাস্তব কোনো পদক্ষেপ দেখিনি এবং এ ধরনের কথাবার্তা যথেষ্ট নয়।

সাক্ষাৎকারে গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন আরাকচি। ট্রাম্প গাজাকে ‘সাফ’ করার জন্য সেখানকারী অধিবাসীদের মিশর ও জর্দানে সরিয়ে নেয়ার যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে আমার ভিন্ন পরামর্শ রয়েছে। ফিলিস্তিনিদের পরিবর্তে ইসরাইলিদের বহিষ্কার করুন। তাদেরকে গ্রিনল্যান্ডে নিয়ে যান যাতে তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে।#

 পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯