৪৬তম বিপ্লব বার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হচ্ছে
ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করলেন ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বৃহস্পতিবার) বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)’র মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি কুরআন তেলাওয়াত ও দোয়া করেন। বিপ্লবের মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকীকে সামনে রেখে সর্বোচ্চ নেতা মাজার জিয়ারতে গেলেন।
এরপর ইমাম খোমেনী (রহ.)'র মাজারের অদূরে শহীদদের কবরস্থানে যান। এ সময় তিনি বিশেষকরে ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী রাজায়ি, সাবেক প্রধান বিচারপতি আয়াতুল্লাহ বেহেশতি এবং সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বহোনারের কবর জিয়ারত করেন। একই সঙ্গে তিনি ইসলামী বিপ্লবী আন্দোলন, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ এবং পবিত্র মাজার রক্ষাকারী শহীদদের কবরে যান। সেখানে তিনি ফাতিহা পাঠ ও দোয়া করেন।

আগামীকাল থেকে ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। আগামীকাল ফার্সি ১২ বাহমান। ১৯৭৯ সালের এই দিনে (ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী) ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) প্রায় ১৫ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন এবং এর ১০ দিন পর বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এই ১০ দিনকে ইরানে ‘আলোকোজ্জ্বল ১০ প্রভাত’ নামে অভিহিত করা হয়।
ইসলামী বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরানের মাটি থেকে চিরতরে মুছে যায় আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনব্যবস্থা। উৎখাত হয় আমেরিকার পদলেহী রেজা শাহ সরকার।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।