‘পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে’ 
https://parstoday.ir/bn/news/event-i146546-পুরো_ফিলিস্তিনের_মুক্তি_এখন_নাগালের_মধ্যে’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, দখলদার ইসরাইলকে পরাজিত করা এখন সম্ভব এবং পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১৫:০৮ Asia/Dhaka
  • খলিল আল-হাইয়া
    খলিল আল-হাইয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, দখলদার ইসরাইলকে পরাজিত করা এখন সম্ভব এবং পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে। 

গতকাল (শুক্রবার) দেয়া এক বক্তৃতায় তিনি আরো বলেন, “আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধ গৌরবময় আল-আকসা ফ্লাড যুদ্ধের মধ্যদিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে।" 

খলিল আল-হাইয়া বলেন, "এর মধ্যে প্রধান হলো দখলদার ইসরাইলকে অপমান করা হয়েছে, আল্লাহর ইচ্ছায় তাকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং রাষ্ট্র ও সেনাবাহিনী দুটিকেই অজেয় শক্তি হওয়ার মিথকে ধ্বংস করে দিয়েছে।  

তিনি বলেন, এখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং মাটি স্থির হয়ে গেছে, তখন প্রতিরোধকামী দলটি ​​আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের কথা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্ত ​​দিয়ে সিক্ত করে গেছেন। 

খলিল আল-হাইয়া বলেন, এই নেতারা তাদের কর্তব্য পালন করেছেন এবং নতুন প্রজন্মের দৃঢ়চেতা নেতাদের কাছে সংগ্রামের পতাকা তুলে দিয়েছেন, যারা আল-কুদস এবং আল-আকসার দিকে যাত্রা অব্যাহত রাখবেন, মহান প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবেন।

তিনি আরো বলেন, রহমতের প্রতিরোধ আন্দোলন সবসময় শাহাদাতের অগ্রভাগে ছিল, একই বাংকারে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল, তাদের ত্যাগ আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছে।

খলিল আল-হাইয়া বলেন, আমরা এই মহান নেতাদের বিদায় জানাই যাদের সাথে আমরা বহু বছর ধরে বসবাস করেছি এবং কাজ করেছি।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।