ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ; একচেটিয়া আধিপত্য ভাঙা হয়েছে
https://parstoday.ir/bn/news/event-i146620-ইরানের_পরমাণু_কর্মসূচি_সম্পূর্ণ_স্বচ্ছ_একচেটিয়া_আধিপত্য_ভাঙা_হয়েছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে স্বচ্ছ। একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআইএ’র প্রধান মোহাম্মদ ইসলামি। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২৫ ১০:২৭ Asia/Dhaka
  • ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ; একচেটিয়া আধিপত্য ভাঙা হয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে স্বচ্ছ। একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআইএ’র প্রধান মোহাম্মদ ইসলামি। 

গতকাল (রোববার) দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এই সাক্ষাৎকারে তিনি ইরানের পরমাণু শিল্পের উন্নয়ন এবং সর্ব সাম্প্রতিক অর্জনগুলোর কথা তুলে ধরেন।

ইসলামি বলেন, আমরা এখন পারমাণবিক শিল্পের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারি।

তিনি বলেন, উন্নত প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে একটি নির্ধারক ক্ষেত্র হয়ে উঠেছে। ইসলামি স্পষ্ট করে বলেন, পরমাণু ক্ষেত্রে ইরান একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে এবং অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়েছে।

ইসলামি আরো বলেন, "আঞ্চলিক বলদর্পিতার দৃষ্টিকোণ থেকে পরমাণু প্রযুক্তিতে প্রবেশ নিষিদ্ধ তবে আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করি। প্রযুক্তির উন্নয়নে রাভবান হয় জনগণ। যখন আপনি সক্ষমতা তৈরি করবেন তখন এর ফলাফর পাবেন। বিজ্ঞানের অন্য শাখাগুলোর উন্নয়নে পরমাণু প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩