‘ইরানের দাবি যাচাই করা কঠিন কাজ নয়’
ইরান পারমাণবিক অস্ত্র বা যুদ্ধ চায় না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
-
বক্তব্য রাখছেন মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একথা পুনর্ব্যক্ত করেছেন যে, তার দেশ পারমাণবিক অস্ত্র বা যুদ্ধ চায় না। তিনি আরো বলেছেন, ইরানের ব্যাপারে এর বিপরীত চিত্র তুলে ধরছে ইসরাইল যে কিনা আঞ্চলিক সবগুলো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে।
তিনি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ইরানের এ অবস্থান তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, “আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছি না। আমাদের প্রিয় নেতা [আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী] এই অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন।”
ইরানের প্রেসিডেন্ট বলেন, “এমনকি [ইরানের ভেতরে] যারা মনে করে এদেশকে পারমাণবিক অস্ত্র উৎপাদনের দিকে নিয়ে যাওয়া উচিত তারাও এটা করতে পারবে না কারণ, ইসলামি প্রজাতন্ত্র ইরানের মূলনীতিতে এটা নেই। কোনো অবস্থাতেই এই নীতি নিরপরাধ মানুষকে গণহারে হত্যা করার অনুমতি দেয় না।”
ইরানের পারমাণবিক নীতি আয়াতুল্লাহ খামেনেয়ীর ফতোয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ওই ফতোয়ায় বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রসহ যেকোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ কিংবা ব্যবহার করা যাবে না।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরো বলেন, ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে না সে বিষয়টি যাচাই করা কঠিন কোনো কাজ নয়।
তিনি পরিষ্কার করে বলেন, “যখনই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা চেয়েছে তখনই তাদেরকে ইরানে এসে পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়া হয়েছে। তারা আরো শত শত বার আসতে এবং পরিদর্শন করতে পারবেন। যখন আমাদের কোনো দুরভিসন্ধি নেই তখন তাদের প্রতিদিন একথা বলে বেড়ানো উচিত নয় যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে।”#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৭